শুভ প্রতিদিন ডেস্ক:
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার ১৫ আগষ্ট বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়া দুপুরে সিলেট মহানগর ১৮ নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি সাজেদা আহমেদ চৌধুরী বাপন এর উদ্যোগে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার, ভারপ্রাপ্ত সভাপতি আলী আক্তার উজ জামান বাবুল, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির চৌধুরী, ফাউন্ডেশনের ৫নং ওয়ার্ড সভাপতি জাকির হোসেন জাকির, ২১ নম্বর ওয়ার্ড এর সহ-সভাপতি নুরুল হক প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় শক্তিশালী বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একসাথে কাজ করার আহবান জানানো হয়।