শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:১৮ অপরাহ্ন


সিলেটে বাসা বাড়িতে ঢুকছে সুরমার পানি

সিলেটে বাসা বাড়িতে ঢুকছে সুরমার পানি


শেয়ার বোতাম এখানে

রফিকুল ইসলাম খোকন:

সিলেটে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার সকাল থেকে সুরমা নদীর পানি উপচে নগরীর বিভিন্ন এলাকার বাসা বাড়িতে ঢুকতে শুরু করেছে। এতে বেপাকে পড়েছেন নগরবাসী।

জানা যায়, গত কয়েকদিনের অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। আজ এ পানি নদী উপচে শহরের ঢুকতে শুরু করেছে। আর সুরমার পানি অব্যাহত ভাবে বাড়ছে।

সরেজমিনে বিকেলে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সুরমান নদীর অয়ানি ইতিমধ্যে নগরের উপশহর, সোবহানিঘট, কালিঘাট, ছড়ারপাড়, শেখঘাট, তালতলা, মাছিমপুরসহ বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। এসব এলাকার বাসাবাড়ি, দোকানপাট ও বিভিন্ন স্থাপনায়ও পানিতে প্লাবিত হয়ে গেছে। অব্যাহত ভাবে পানি বাড়ার কারণে রাতে আরো নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নগরীর কালিঘাটের ব্যবসায়ী জুয়েল আহমদ জানান, কালিঘাটের নদী তীরবর্তী প্রায় সবকটি দোকানে পানি ঢুকে পড়েছে। যত সময় যাচ্ছে পানি বাড়ছে।

মাছিমপুর এলাকার বাসিন্দা সাজু আহমদ জানান, রাতে ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি বাসায় পানি। সময় যত যাচ্ছে পানি বেড়েই যাচ্ছে। ইতিমধ্যে ঘরে হাটু পানি হয়ে গেছে। জরুরি আসবাবপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

শেখঘাট এলাকার বাসিন্দা জবরুল ইসলাম জানান, শেখঘাটে বেশ কয়েকটি দোকানপাট ও বাসায় পানিতে প্লাবিত হয়ে গেছে।

পাউবো সূত্রে জানা যায়, আজ সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১.২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যা ৬টার চেয়ে আজ সকালে এ পয়েন্টে পানি বেড়েছে ০.৩ সেন্টিমিটার।

সুরমার পানি সিলেট পয়েন্টে গতকালের চেয়ে আজ বেড়েছে। গতকাল সন্ধ্যায় সিলেট পয়েন্টে পানি ছিল ১০.৪৯ সেন্টিমিটার। আজ সকালে পানি সীমা দাঁড়িয়েছে ১০.৬৬ সেন্টিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের সিলেটের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কমলেও এখনো থেমে থেমে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin