মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ অপরাহ্ন


সিলেটে মহামারি করোনায় মৃত্যু হাজার ছাড়ালো

সিলেটে মহামারি করোনায় মৃত্যু হাজার ছাড়ালো


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেটে হাজার ছাড়ালো করোনায় মৃত্যু সংখ্যা। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত ৪ মাসে। আক্রান্ত শনাক্তের সংখ্যাও বেশি। তবে- আশার খবর হলো আগস্টের মাঝামাঝি সময় থেকে সিলেটে কমতে শুরু করেছে করোনার দাপট। শনাক্তের হার নেমে এসেছে ২০ শতাংশের নিচে। মৃত্যুও কমেছে অর্ধেক। ফলে কিছুটা স্বস্তি বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন- আপাতত সিলেটে করোনা পরিস্থিতি বাড়ার সম্ভাবনা কম।

কারণ- নগর এলাকায় মানুষকে ভ্যাক্সিনেটেড করা হচ্ছে। টিকা কার্যক্রম সফল হলে আরও বেশি সফলতা মিলবে। সিলেটে করোনার তাণ্ডব শুরু হয়েছিল ২০২০ সালের মার্চ মাস থেকে। তবে- প্রথম মৃত্যু হয় ওই বছরের এপ্রিলে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে করোনায় মৃত্যুর মিছিল শুরু হয়। এই মিছিল এখনো চলমান। গতকালও সিলেটে মারা গেছেন ৯ জন। আর গত ১৬ মাসে মারা গেছেন ১০০৫ জন। এই মৃত্যুর হিসাব কেবল সরকারি পরিসংখ্যানে। স্বাস্থ্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন- সরকারি পরিসংখ্যানের বাইরে করোনায় ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও দ্বিগুণ হতে পারে। কারণ- উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীদের কোনো পরিসংখ্যান নেই। আবার অনেকেই চিকিৎসা না পেয়ে বাসা বাড়িতে মারা গেছেন।

চলতি বছরের জুনের শেষদিকে এসে সিলেটকে গ্রাস করেছিল করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। এরপর থেকে সিলেটে লাফিয়ে বাড়তে থাকে করোনায় মৃত্যু, আক্রান্ত ও শনাক্তের সংখ্যা। দুই মাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজারের মতো রোগী। মারা গেছেন ৪শ’র মতো রোগী। এই সময়ে সিলেটে চিকিৎসা সংকট তীব্র আকার ধারণ করে। বিশেষ করে আইসিইউ সংকট আরও তীব্র হয়।

পররাষ্ট্র্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের প্রচেষ্টায় ওসমানী হাসপাতালে বাড়ানো হয় আইসিইউ সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন- এখনো হাসপাতালে রোগীর চাপ রয়েছে। তবে- যারাই আসছেন তাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলে সেটি দেওয়া হচ্ছে। রোগীদের এখন আর ফিরিয়ে দেয়া হচ্ছে না।

অতিমারি করোনায় তাণ্ডবে সিলেটে চলে গেছেন অনেকেই। এর মধ্যে রয়েছেন সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমেদ কামরান, বিএনপি’র কেন্দ্রীয় নেতা এমএ হক, সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী সহ অনেকেই। এছাড়া ফ্রন্টলাইনের যোদ্ধা ডাক্তার, নার্সও মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন- রোগী কম হওয়ার কারণে এখন মৃত্যুও কমছে। হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

অক্সিজেনেরও সংকট নেই। এদিকে- স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে জানা গেছে- সিলেট বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ১০০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ৭৩০ জন, সুনামগঞ্জে ৬৯ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারের ৭০ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন। বিভাগে রোববার দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ৭৩ শতাংশ। যার ১৪ দশমিক শূন্য ৪০ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ১০ দশমিক ৬৫ শতাংশ, হবিগঞ্জে ১৮ দশমিক ৯ শূন্য শতাংশ ও মৌলভীবাজারে ১৬ দশমিক ১৬ শতাংশ। সিলেটে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫১ হাজার ৬২৫ জন। সর্বোচ্চ ৩১ হাজার ৯০৪ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৫৯৬৭ জন, মৌলভীবাজারের ৭৫৪৯ জন ও হবিগঞ্জের ৬২০৫ জন রয়েছেন। এদিকে, গেল চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৭৫ জন করোনা রোগী। তাদেরকে নিয়ে মোট সুস্থ হওয়াদের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৩৫ জনে। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮৭ জন করোনা রোগী।

আগের চেয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে। তিনি বলেন- সিলেটে আগস্টের মাঝামাঝি সময়ে এসে আক্রান্ত শনাক্ত ও রোগী মৃত্যুর সংখ্যা কমেছে। ফলে স্বস্তি ফিরে এসেছে। সিলেটে করোনা পরিস্থিতি নতুন করে আর অবনতি না-ও হতে পারে। তবে- স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সর্তক রয়েছেন। টিকা কার্যক্রম কর্মসূচি সফল হলে অনেকখানি স্বস্তি ফিরবে বলে জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin