সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ পূর্বাহ্ন


সিলেটে মাজার জিয়ারত করলেন; ওবায়দুল কাদের

সিলেটে মাজার জিয়ারত করলেন; ওবায়দুল কাদের


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্টঃ

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি সিলেটের জহর শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।

তিনি বৃহস্পতিবার দুপুরে দরগাহে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাজার জিয়ারত করতে যান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ প্রমুখ।

আজ সকালে আকাশপথে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে শোকসভায় যোগ দিতে সিলেটে এসে পৌঁছান।

তিনি এ শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত এ শোকসভা আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় সিলেট নগরের রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হবে।

এ শোকসভায় বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক রফিকুর রহমান


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin