শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৮:৫০ অপরাহ্ন


সিলেটে রবীন্দ্রনাথের ‘শাস্তি’ মঞ্চস্থ

সিলেটে রবীন্দ্রনাথের ‘শাস্তি’ মঞ্চস্থ


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

১৫দিন ব্যাপী মহান একুশের চেতনায় নাট্য প্রদর্শনীর নাট্য প্রদর্শনী উপলক্ষে জমে উঠেছে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গন। সন্ধ্যা ছয়টা বাজতেই নাট্যমোদী দর্শকদের পদভারে মুখরিত হয় উৎসব অঙ্গন। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ‘শাস্তি’ সিলেটের মঞ্চে মঞ্চস্থ হয়েছে। নাটকটি নাট্যালোক সিলেট (সুরমা) মঞ্চায়ন করেছে। কবিগুরুর ‘শাস্তি’ গল্প অবলম্বনে বীরু মুখোপাধ্যায়ের নাট্যরূপে নাটকটি পুণ:নির্দেশনা দিয়েছন খোয়াজ রহিম সবুজ।

বুধবার (২ মার্চ) সন্ধ্যা ৭টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত একুশের চেতনায় নাট্য প্রদর্শনীতে নাটকটি মঞ্চায়ন করে নাট্যালোক।

‘সুবর্ণপথে বাংলাদেশ, বিশ্বে ছড়ায় আলোর রেশ’- এই শ্লোগানে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ‘মহান একুশের চেতনায় নাট্য প্রদর্শনী’র আয়োজন করেছে। সিলেট সিটি কর্পোরেশন এই প্রদর্শনীর সহযোগিতা করছে। এই আয়োজনে সিলেটের ১৪টি সংগঠন এবং একটি প্রবাসীদের নিয়ে গঠিত নাট্যদল অংশগ্রহণ করছে।

‘শাস্তি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খোয়াজ রহিম সবুজ, সাজ্জাদ হাসান শুভ, সানজিদা মারিয়া, প্রতিমা দাশ, কমলেশ সাহা, মকসুদ হোসেন সুমন, জুবায়ের আহমদ, প্রিতম দাস, প্রলয় রক্ষিত, রমজান প্রমুখ।

নাটক মঞ্চায়ন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে নাট্যদলকে সম্মাননা জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন। মঞ্চে উপস্থিত ছিলেন নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু।

বৃহস্পতিবার (৩ মার্চ) মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর সপ্তম দিন থিয়েটার বাংলা ‘তক্ষক’ মঞ্চস্থ করছে। নাটকটি রচনা করেছেন মনোজ মিত্র, নির্দেশনা দিয়েছেন অপু কুমার সেনাপতি।

শুক্রবার (৪ মার্চ) মঞ্চস্থ হবে নবশিখা নাট্যদলের নাটক ‘বীরাঙ্গনার বয়ান’। নাটকটি রচনা করেছেন রওশন জান্নাত রুশনী এবং নির্দেশনা দিয়েছেন খোরশেদুল আলম।

আগামী ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় কবি নজরুল অডিটোরিয়ামে মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীতে নাটক মঞ্চায়ন হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin