বিজ্ঞপ্তি :
রোটারেক্ট ড্রিস্ট্রিক ৩২৮২ সিলেট জোনের রোটারেক্ট ক্লাব অফ গ্রীন সিটি সিলেট, রোটারেক্ট ক্লাব অফ সিলেট, রোটারেক্ট ক্লাব অফ সিলেট ইষ্ট,রোটারেক্ট ক্লাব অফ সিলেট নিউ সিটি , রোটারেক্ট ক্লাব অফ সিলেট রিগাল, রোটারেক্ট ক্লাব অফ সিলেট টি সিটি, রোটারেক্ট ক্লাব অফ সিলেট পাইওনিয়ার, রোটারেক্ট ক্লাব অফ সিলেট সুরমা, রোটারেক্ট ক্লাব অফ সিলেট পিচ, রোটারেক্ট ক্লাব অফ লিডিং ইউনিভার্সিটি সিলেট, রোটারেক্ট ক্লাব অফ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, রোটারেক্ট ক্লাব অফ শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর যৌথ সম্মিলিত উদ্যোগে বর্তমান করোনা মহামারীর দুঃসময়ে থাকা সিলেট শহীদ সামসুদ্দীন আহমেদ হাসপাতালে জরুরী প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্ট প্রদান করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে অত্র হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট ডাঃ তানভীর ইসলাম নাবিল মেডিকেল ইকুইপমেন্ট গুলো গ্রহন করেন। তাহুরা আহমদ মীম ও মোঃ তামিম রহমান চৌধুরী এর যৌথ উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারেক্ট ড্রিস্ট্রিক ৩২৮২ এর আইপিডিআরআর এডভোকেট হেদায়েত হোসেন তানভীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী চেয়ারম্যান ক্রিসেন্ট ব্লাড ব্যাংক। এছাড়াও উপস্থিত ছিলেন এডিআর আর (২০২০-২০২১) আহনাফ তাহমিদ, পিপি তৌহিদুর রহমান, পিপি শহীদুল ইসলাম।
আইপিপিদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অফ সিলেট সুরমার জাহাঙ্গীর হাসান, রোটারেক্ট ক্লাব অফ সিলেট টি সিটির তাসফিয়া মুমু , রোটারেক্ট ক্লাব অফ সিলেট এর আশিষ সুত্রধর, রোটারেক্ট ক্লাব অফ সিলেট পাইওনিয়ার এর জিয়া উদ্দিন খান, রোটারেক্ট ক্লাব অফ সিলেট গ্রিন সিটি সিলেট এর মান্না আহমেদ, রোটারেক্ট ক্লাব অফ লিডিং ইউনিভার্সিটির হোসাইন আহমেদ, রোটারেক্ট ক্লাব অফ সিলেট নিউ সিটির আদিব ওবায়েদ হক
প্রেসিডেন্টদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অফ সিলেট এর মোঃ রানা পাটওয়ারী, রোটারেক্ট ক্লাব অফ লিডিং ইউনিভার্সিটির আরিফ আহমেদ, রোটারেক্ট ক্লাব অফ গ্রিন সিটি সিলেট এর আকিব আহমেদ, রোটারেক্ট ক্লাব অফ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর রাজবীন জসিম , রোটারেক্ট ক্লাব অফ সিলেট ইষ্ট এর মহসিন উদ্দিন, রোটারেক্ট ক্লাব অফ সিলেট টি সিটির তাহুরা আহমদ মীম, রোটারেক্ট ক্লাব অফ সিলেট পিচ এর বদরুজ্জামান, রোটারেক্ট ক্লাব অফ সিলেট নিউ সিটি উবায়েদ আহমেদ চৌধুরী, রোটারেক্ট ক্লাব অফ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মোমতাহিন চৌধুরী, রোটারেক্ট ক্লাব অফ সিলেট পাইওনিয়ার এর মোঃ তামিম রহমান চৌধুরী।
অন্যান্য রোটারেক্টরদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারেক্ট ক্লাব অফ সিলেট এর সেক্রেটারি মহিতুর রহমান সোহাগ, রোটারেক্ট ক্লাব অফ গ্রিন সিটি সিলেট এর সেক্রেটারি রহিম আহমেদ রুপম, রোটারেক্ট ক্লাব অফ সিলেট পাইওনিয়ার এর ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর মিজানুর রহমান প্রমুখ।