স্টাফ রিপোর্ট:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচন, বিয়ানীবাজার পৌরসভা, জকিগঞ্জে বাতিল হওয়া সুলতানপুর ও কাজলসার ইউনিয়ন পরিষদ, জৈন্তাপুর ইউনিয়নের ১টি ওয়ার্ড এবং সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ও উত্তর ইউনিয়নে সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ।
এর আগে এসব নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে সোমবার (১৩ জুন)। শেষ মূহুর্ত পর্যন্ত প্রার্থীরা মাইকে ভোট প্রার্থনা, প্রত্যন্ত পাড়া মহল্লায় গণসংযোগ, বিভিন্ন পয়েন্ট বা বাজারে পথসভাসহ জনে জনে ভোট প্রার্থনা করেছেন। এবার ভোটাররা বেছে নেবেন তাদের পছন্দের প্রার্থীদের।
সিলেটের বিয়ানীবাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৭৯৩ জন ভোটার। তাদের সামনে দাঁড়িয়েছেন ১০ জন প্রার্থী। এটি পৌরসভার দ্বিতীয় নির্বাচন। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে একটানা ভোটগ্রহণ চলবে। পৌরসভার ৯টি ওয়ার্ডের ১০ কেন্দ্রে নিয়োজিত থাকবেন ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাচনে ১০ মেয়র প্রার্থীর মধ্যে তিনজন দলীয় এবং সাতজন স্বতন্ত্র নির্বাচন করছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুস শুকুর দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির সুনাম উদ্দিন দলীয় প্রতীক লাঙ্গল এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির এড. আবুল কাশেম দলীয় প্রতীক কাঁচি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জিএস ফারুকুল হক চামচ, আব্দুল কুদ্দুছ টিটু হেলমেট, সাবেক পৌর প্রশাসক তফজ্জুল হোসেন জগ, আহবাব হোসেন সাজু কম্পিউটার, আব্দুস সামাদ আজাদ হেংগার, আব্দুস সবুর মোবাইল ফোন এবং অজি উদ্দিন তাল গাছ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে এক ভোটারদের জরিপের জানাগেছে, বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে গতকাল(১৪-০৬-২০২২) তারিখে ১০টি ভোট কেন্দ্র হতে ১০০ জন করে মোট ১০০০ হাজার ভোটারের জনমত বা জরিপ চালিয়ে একটি সংস্থা যে ফলাফল পায় তা এই জরিপে তুলে দরা হলো। উক্ত জরিপ অনুযায়ী হেলমেট প্রতিক নিয়ে জনাব আব্দুল কুদ্দুস টিটু ২৮% ভোট পাবেন বলে ভোটাররা মতামত দেন। দ্বিতীয় অবস্থানে আছেন চামচ প্রতিক নিয়ে ফারুকুল হক, তিনি ২৫% ভোট পাবেন বলে মত প্রকাশ করেন ভোটাররা। নৌকা প্রতিক নিয়ে ২২% ভোট পাবেন জনাব মোঃ আব্দুস শুকুর এমনটাই মতামত দেন পৌরসভার ভোটাররা। এছাড়া অন্যান্য প্রতিকের প্রার্থীরা সবাই মিলে ২৫% ভোট পাবেন বলে ভোটাররা মতামত দেন।
উক্ত জরিপ অনুযায়ী নির্বাচন শতভাগ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে বলেও আশাবাদী পৌরসভার ভোটাররা।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ভোট দেবেন ১০২ টি কেন্দ্রে ৬২৫টি বুথে ২ লক্ষ ৪০ হাজার ১০০ জন । এর মধ্যে নারী ভোটার ১১৮০০৩ লক্ষ ১৮ হাজার ৩ জন এবং পুরুষ ভোটার হাজার ১ লক্ষ ২২ হাজার ৯৭ জন। গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। এ নির্বাচনে মোট প্রতিদ্বন্দ্বি দুইজন। তারা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মঞ্জুর কাদির শাফি এলিম চৌধুরী ও দলের বিদ্রোহী সাবেক ছাত্রনেতা ঘোড়া প্রতীকের ভিপি শফিক উদ্দিন।
সিলেটের জকিগঞ্জে বাতিল হওয়া সুলতানপুর ও কাজলসার ইউপি নির্বাচনের পুনঃভোটগ্রহণ করা হবে বুধবার।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সুলতানপুর ইউপিতে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইকবাল আহমদ চৌধুরী একল (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম (আনারস), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চশমা। বাকি দুই প্রার্থী জালাল উদ্দিন ও জাপার প্রার্থী আনোয়ার হোসেন খাঁন ভোটের মাঠে নেই।
কাজলসার ইউপিতে আটজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তবে এরমধ্যে ভোটের মাঠ কাপিয়ে তুলেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জুলকার নাইন লস্কর (নৌকা), আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী আশরাফুল আম্বিয়া (আনারস), বিএনপি ঘরানো চেরাগ আলী (চশমা)।
এছাড়াও সিলেট জেলার জৈন্তাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হবে ভোটাভুটি।
একইদিন ভোটগ্রহণ হবে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ও উত্তর ইউনিয়নে। জামালগঞ্জ সদর ইউনিয়নে ২০ হাজার ৬৯৩ জন ও জামালগঞ্জ উত্তর ইউনিয়নে ১৬ হাজার ৮৯৬ জন ভোটার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জামালগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোট ৭ জন এবং উত্তরের নির্বাচনে প্রার্থী ৬ জন।
স্থানীয় নির্বাচন সংশ্লিষ্টরা জানান, নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।