শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


সিলেটে শোকের দিনে করোনায় ১৩ জনের প্রাণহানি

সিলেটে শোকের দিনে করোনায় ১৩ জনের প্রাণহানি


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

করোনায় সিলেটে শেষ ২৪ ঘণ্টায় চার জেলায় মিলে আরও ১৩ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৬০জনের। এ সময়ে নতুন মৃত্যুবরণকরাদের ১২ জনই সিলেট জেলার বাসিন্দা ওঅপর একজন মৌলভীবাজারের বাসিন্দা। হয়েছে।

রোববার (১৫ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৫৬ জন, সুনামগঞ্জে ৩২, হবিগঞ্জে ৬৫ ও মৌলভীবাজারে ৫২ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ হাজার ৯ শত ১২ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৬ হাজার ২ শত ৯১ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৬ শত ৩২ জন, হবিগঞ্জে ৫ হাজার ৮ শত ৬১ জন, মৌলভীবাজারে ৭ হাজার ১৬ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ১ শত ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৮৯৭ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৬৫৬ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ৬৮ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৬৮ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৪৭৪ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৪ জন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin