সিলেট বিভাগের ঘরে সঙ্গনিরোধে (হোম কোয়ারেন্টানের) এখন পর্যন্ত হোম রয়েছেন ১ হাজার ৪৯১ জন। নতুন করে ঘরে সঙ্গনিরোধে যুক্ত হয়েছেন ৩৫। এছাড়া গত ২৪ ঘন্টায় ঘরে সঙ্গনিরোধ মুক্ত করা হয় ২৫৭ জনকে।
ঘরে সঙ্গনিরোধে রয়েছেন সিলেট জেলায় ৬০৫ জন। সুনামগঞ্জ জেলায় ২৪১ জন। হবিগঞ্জ জেলায় ৪১৭ জন ও মৌলভীবাজার জেলায় ২২৮।
ঘরে সঙ্গনিরোধে সবচেয়ে বেশি রয়েছেন সিলেট জেলায়। এই জেলায় প্রবাসীরা বেশি এসেছিলেন বলে তাদের সঙ্গনিরোধে পাঠানো হয়।