সিলেট বিভাগে সন্দেহভাজন করোনা রোগীর তালিকা কমেছে। গত ২৪ ঘন্টায় আজ হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৯৭ জন। সন্দেহভাজনদের আক্রান্ত হবার নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়াত কোয়ারেন্টাইন থেকে মুক্ত হন ৪৪ জন।
গত ২৪ ঘন্টার হিসেবে সিলেট জেলায় কোয়ারেন্টাইনে আছেন ৯০ জন। সুনামগঞ্জ জেলায় আছেন ১৪৩ জন। হবিগঞ্জ জেলায় আছেন ৩৩ জন ও মৌলভীবাজার জেলায় আছেন ২৩১ জন।
এছাড়া বিভাগে সন্দেহজনক করোনা রোগী হিসেবে নতুন করে আরো ৩২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। অন্য সন্দেহজনকদের মধ্য থেকে করোনার লক্ষণ না থাকায় মুক্ত করা হয় ৪৪ জনকে।