শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেটের শাহ্পরাণ উপশহরে সাইনবোর্ড টাঙিয়ে লন্ডন প্রবাসীর ৭০ লাখ টাকা মূল্যের ভূমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে সরজমিন গেলে সাইনবোর্ড টাঙানোর সত্যতা মিলে।
বৃটেনের মানচেস্টার এলাকার মো. ফখরুল ইসলামের স্ত্রী শাহানারা বেগম দাবি করেছেন- একযুগ আগে ক্রয় করা ১৭ শতক ভূমি এতদিন তাদের দখলেই ছিল। সম্প্রতি গোলাম বাক্কী চৌধুরী ফাহিম নামের এক ব্যক্তি ওই ভূমি তার দাবি করে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। অথচ ভূমির নামজারি, বিএস রেকর্ড তাদের নামে রয়েছে। এ ব্যাপারে তিনি অ্যাম্বেসির মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে ভূমি অবমুক্ত করার দাবি জানাবেন বলে জানান। সিলেট শহরতলীর বহর মৌজার শাহ্পরাণ উপশহরে তাদের ১৭ শতক ভূমির অবস্থান।
২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে মানচেস্টার প্রবাসী মো. ফখরুল ইসলাম নগরীর তাঁতিপাড়া এলাকার সুকান্ত ধর, লোহারপাড় এলাকার বিজয় কুমার দাশের কাছ থেকে তাদের মালিকানাধীন ওই ভূমি ক্রয় করেছিলেন।
ফখরুল ইসলামের বাড়ি সিলেট শহরতলীর লাউয়াই গ্রামে। বাড়িতে থাকাকালে তিনি ওই ভূমি ক্রয় করে কেয়ারটেকার সুহেলকে জমির দায়িত্বে দিয়ে যান। সম্প্রতি কেয়ারটেকার চাকরি ছেড়ে চলে যাওয়ার সুযোগে ভূমির একাংশের পূর্বের বিক্রয়কারী গোলাম রব্বানী চৌধুরীর ছেলে গোলাম বাক্কী চৌধুরী কয়েকদিন আগে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন।
মানচেস্টারে বর্তমানে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মো. ফখরুল ইসলাম। তার স্ত্রী শাহানারা বেগম জানিয়েছেন, তাদের মালিকানাধীন ভূমি জোরপূর্বক দখলে নেয়ার বিষয়টি মৌখিকভাবে স্থানীয় প্রশাসনকে অবগত করেছেন। এরপরও তারা দখল ছাড়েনি। তারা এখন পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তবে- গোলাম বাক্কী চৌধুরী জানিয়েছেন- ‘প্রবাসী জমি ক্রয় করেছেন অন্য দাগে, জমি তাদের অন্য জায়গায়।’
তিনি জানান, ‘সাইনবোর্ড বসানো জমি কাগজপত্রে তাদের হলে দখলে রাখবো না, ছেড়ে দেবো। এ ব্যাপারে আলোচনায় বসতে রাজি বলেও জানান তিনি।’
সূত্র: মানবজমিন