সিলেট বিভাগে হঠাৎ আবর বেড়ে গেল সন্দেহজনক করোনাভাইরাস আক্রান্তদের সংখ্যা। গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনা রোগাক্রান্ত সন্দেহে ১৪৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়ছে। এ নিয়ে বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৫৯৫ জন।
হোম কোয়ারেন্টাইনে আছেন বিভাগের সিলেট জেলায় ৫৮ জন। সুনামগঞ্জ জেলায় ২৭৬ জন। হবিগঞ্জ জেলায় ২৪ জন। মৌলভীবাজার জেলায় ২৩৭ জন। সিলেট বিভাগে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৪৮ জনকে।
কোয়ারেন্টাইনে থাকার মেয়াদ পূর্ণ হওয়ায় ও করোনাভাইরাস আক্রান্ত হবার লক্ষণ না থাকায় গত ২৪ ঘন্টায় মুক্ত হয়েছেন ৫০ জন।