স্টাফ রিপোর্ট: নিজেদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সিলেটের দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে অনুষ্ঠিত হচ্ছে না সিলেট ইজতেমা। প্রশাসনের অনুমোদন না পাওয়ায় ২৫, ২৬ ও ২৭ এপ্রিলের এই ইজতেমা আর হচ্ছে না।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মহানগর পুলিশের অতিরিক্অত উপ-পুলিশ কমিশনার মিডিয়া জেদাল আল মুসা জানান, অভ্যন্তরীন কোন্দলের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় সিলেটে ২৫, ২৬ ও ২৭ এপ্রিল সাদ পস্থীদের ইজতেমা করার অনুমতি দেয়নি সিলেট মেট্রোপলিটন পুলিশ।তবে সেখানে শবগুজারি বা তাবলীগের মারকাজে রাতযাপনে অনুমতি প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, ইজতেমার মাঠে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। প্রসঙ্গত, ২৫, ২৬ ও ২৭ এপ্রিল দক্ষিণ সুরমার পশ্চিম বদিকোনা মাঠে ইজতেমা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিল একটি পক্ষ। কিন্তু সেটি বন্ধের দাবিতে রোববার সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে অপর পক্ষ।