সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন


সিলেটে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’

সিলেটে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’


শেয়ার বোতাম এখানে

 

স্টাফ রিপোর্ট:
সিলেটে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেয়ার কার্যক্রম শুরু করেছে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার সকাল থেকে এ কার্যক্রমের মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম।
নগরীর মিরাবাজার মেসার্স বিরতী ফিলিং স্টেশনে ‘হেলমেট আছে তো জ্বালানি আছে’ স্লোগান নিয়ে এ কার্যক্রমের শুরু হয়েছে।
এ সময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফয়সাল মাহমুদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) নিকুলিন চাকমাসহ ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের নেতাসহ, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকরা উপস্থিত ছিলেন। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম জানান, সড়কে দুর্ঘটনা রোধে ও সচেতনতা বাড়াতে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ছাড়া পেট্রোল না দিতে পাম্প মালিকদের প্রতি আহবান জানানো হয়। এ নিয়ে ২৫ সেপ্টেম্বর পেট্রোল পাম্প মালিক সমিতির নেতাদের সঙ্গে পুলিশের বৈঠক করে। ওই বৈঠকে ‘নো হেলমেট, নো পেট্রোল’ উদ্যোগের সঙ্গে একমত হন পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারাও। এরই প্রেক্ষিতে মঙ্গলবার থেকে সিলেটে এ কর্মসূচি শুরু হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin