শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেটে ২ জন সাংবাদিকসহ নতুন করে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (৩১ মে) সিলেট এএমজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, আক্রান্তরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
সবশেষ রোববার (৩১ মে) সিলেট সিলেট জেলায় ২২ জন নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা ৯৬৯ জন। এরমধ্যে সিলেটে ৫৫৬, সুনামগঞ্জে ১৪৪, হবিগঞ্জে ১৭১, মৌলভীবাজারে ৯৮ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এদিকে, সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন ২৫০ জন রোগী। এরমধ্যে সিলেট জেলায় ৫৯, সুনামগঞ্জে ৬১, হবিগঞ্জে ৮৭, মৌলভীবাজারে ৪৩ জন রোগী করোনা জয় করে বাড়ি ফিরেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৮ জন। এরমধ্যে সিলেটে ১৪, মৌলভীবাজারে তিনজন এবং হবিগঞ্জে একজন। তবে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে এখনো সুনামগঞ্জের কোন রোগী মারা যাননি।