যুক্তরাজ্য প্রবাসী জিয়া উদ্দিন বাবলুর অর্থায়নে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাদিন কাকুয়ার পার এলাকায় তার শশুরের মাধ্যমে অত্র এলাকাসহ আশপাশের ৩৫০টি অসহায় পরিবারকে চাল, আলু, তেল ও পিয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় প্রায় ৫০০ টাকা সমমূল্যের খাদ্য সহায়তা প্রদান করা হয়।
(কোভিট ১৯) করোনা ভাইরাস সংক্রমনকে কেন্দ্র করে দেশের এ দুর্যোগময় মূহুর্তে গৃহবন্দী মানুষের সময় কাটছে কর্মহীনভাবে। থেমে আছে জীবন জীবিকার তাগিদে ছুটে চলা ব্যস্ত মানুষগুলো।
দেশের এমন দুঃসময়ে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন সমাজের নিম্ন আয়ের দিনমজুর মানুষ গুলো। আর গৃহবন্দী এসকল মানুষের পাশে ব্যক্তি উদ্যোগ নিয়ে দাড়িয়েছেন প্রবাসী জিয়া উদ্দিন বাবলু । তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে ৩৫০টি অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন।
ত্রাণ সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন তাহার শশুর জহির আলী, অত্র এলাকার মুরব্বি মনসুর আলী, শাহেদ আহমদ, দিলোয়ার হোসেদ, জাহিদ হাসান কবির, আবুল হোসেন, ফারুক আহমদ, আহমেদ জনি, নঈম আহমদ, সুহেল আহমদ প্রমুখ।