স্টাফ রিপোর্ট :
বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমমন্ত্রী ওবায়দুল কাদের এম.পি আজ বৃহস্পতিবার দুপুর ১১ টা ৪০ মিনিটের সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে, সিলেট জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, এবং সিলেট জেলা মহিলা আ’লীগে সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিলেটের সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত নেতা আহমদ হোসেন। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড.মিসবাহ উদ্দিন সিরাজ। বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।