শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের কর্মকর্তা শাহে আলমের সন্ধান পেয়েছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি লঞ্চে তার সন্ধান পাওয়া যায়।
সিলেট মহানগরীর শাহপরান থানা পুলিশ জানায়, শাহে আলম সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডে কর্মরত। তিনি শুক্রবার সিলেট সদর উপজেলার বটেশ্বর এলাকা থেকে নিখোঁজ হন। এরপর তার স্ত্রী শাহপনার থানায় এসে একটি সাধারণ ডায়রি করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ শাহে আলমের সন্ধানে নামে। পরে রাতে শাহে আলাম নিজেই পুলিশকে ফোন দিয়ে লঞ্চে থানার বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহে আলমের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, শাহে আলমের গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তিনি হঠাৎ করে বাড়ি উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে যাওয়া বিষয়টি তার পরিবারকে জানাতে পারেননি। তাই পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করা হয়।