শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপক (ক্যাশ অ্যান্ড ব্যাংক) মোঃ শাহে আলম নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে বাজার করতে বের হয়ে তিনি আর ঘরে ফিরেননি।
তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে তার স্ত্রী মোবারকা সুরভী শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি (জি.ডি) করেছেন।
সাধারণ ডায়েরির আবেদনে উল্লেখ করা হয়, মো. শাহে আলম আজ শুক্রবার সকাল দশটায় সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গাড়িতে করে বটেশ্বর বাজারে যান। নির্দিষ্ট সময় পর কোম্পানির গাড়ি ফেরত আসলেও শাহে আলম ফিরেননি। পরে তার পরিবারের লোকজন বাজারে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন সর্বশেষ দুপুর বারোটার দিকে শাহে আলমকে বাজারে দেখা যায়। তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করলে সেটি বন্ধ পাওয়া যায়।
শাহপরাণ (রহ.) থানা সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছে।