সাত্তার আজাদ
সিলেট জেলায় যে হারে বাড়ছে করোনা, তাতে আজই একহাজার ছাড়াতে পারে। এমন অবস্থায় মানুষকে কোনোভাবে সচেতন করা যাচ্ছে। এমনকি মুখে মাস্ক পর্যন্ত পরছেন না অনেকে। এ নিয়ে আজ সিলেট সিটি কপোরেশন ম্যাজিস্ট্রেট সমেত নগরীতে অভিযানে নামে। এতে মাস্ক ছাড়া চলাচলের কারণে নগদ অর্থ জরিমানা আদায় করা হয়।
সিলেট জেলায় করোনা পরিস্থিতি ভাল নয়। রোগীর সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। এমতাবস্থায় ২৪ ঘন্টার (বুধবার) হিসেবে আজই করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে। সিলেটে গতকালের ২৪ ঘন্টার হিসেবে করোনা রোগী বেড়েছে ৪৮ জন। এদের মধ্যে ৪৬ জন সিলেট মহানগর ও সদর এলাকার। বাকি দুইজনের একজন দক্ষিণ সুমরা উপজেলার মোগলবাজারের অন্যজন জৈন্তাপুর উপজেলার।
এ নিয়ে সিলেট জেলাতেই করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮৭ জনে। আর ১৪ জন হলেই হাজার ছাড়িয়ে যাবে করোনা।
সিলেট বিভাগের চার জেলায় করোনা রোগীর সংখ্যা ১৭৩৩ জন। সে তুলনায় সিলেটে জেলায় রোগীর সংখ্যা অত্যধিক এবং সিলেট মহানগর ও সদর উপজেলায় জেলার সব চেয়ে বেশি করোনা রোগী।