বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০৫:০৫ অপরাহ্ন


সিলেট জেলা পরিষদ নির্বাচন : বিশ্বনাথে অ্যাডভোকেট গিয়াস সদস্য নির্বাচিত

সিলেট জেলা পরিষদ নির্বাচন : বিশ্বনাথে অ্যাডভোকেট গিয়াস সদস্য নির্বাচিত


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট: সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং বিশ্বনাথ ওয়ার্ডে ৭০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেনে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ঠ আইনজীবি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ (তালা)। তার একমাত্র প্রতিদ্বন্ধি সাবেক সদস্য ও জাতীয় পার্টি নেতা সহল আল রাজী চৌধুরী (বৈদ্যুতিক পাখা) ভোট পেয়েছেন ৩১ ভোট।

সোমবার বিকেল আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা। এর আগে বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি হাইস্কুলে শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৬নং ওয়ার্ড বিশ্বনাথে ১০৬ ভোটের মধ্যে প্রাপ্ত ভোট ১০১টি।

ফলাফল ঘোষণার পর পরই তালা গিয়াস উদ্দিনকে নিয়ে তাৎক্ষনিক মিছিল করেন তার সমর্থকরা। এসময় সাংবাদিকদের কাছে বক্তব্যকালে বিজয়ী অ্যাডভোকেট গিয়াস তার প্রতিক্রিয়ায় বলেন, এ বিজয় বিশ্বনাথবাসীর বিজয়, এ বিজয় দূর্ণীতির বিরুদ্ধে বিজয়। তিনি আগামী বিশ্বনাথকে সুন্দরভাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin