বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ন


সিলেট জেলা পরিষদ প্রশাসক জয়নাল আবেদীন

সিলেট জেলা পরিষদ প্রশাসক জয়নাল আবেদীন


শেয়ার বোতাম এখানে

শুভ প্রতিদিন ডেস্ক:

সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জয়নাল আবেদীন। বুধবার (২৭ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. তানভীর আজম সিদ্দিকী এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব প্রদান করেন।

জয়নাল আবেদীন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মো. আব্দুল বাছিরের ছেলে। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ছিলেন।

এর আগে জয়নাল আবেদীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বে পালন করেন। এছাড়াও তিনি ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১।

গত ১৭ এপ্রিল সিলেটসহ দেশের ৬১ জেলা পরিষদের মেয়াদোত্তীর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করে সরকার। এসব জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

উল্লেখ্য, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণপরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান গত বছরের ২ সেপ্টেম্বর মারা যান। তার মৃত্যুর দুই সপ্তাহ পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান জয়নাল আবেদীন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin