সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ অপরাহ্ন


সিলেট জেলা পরিষদ : প্রশাসক দৌড়ে এগিয়ে শফিক চৌধুরী

সিলেট জেলা পরিষদ : প্রশাসক দৌড়ে এগিয়ে শফিক চৌধুরী


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট
মেয়াদোত্তীর্ণের পর সিলেট জেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বাধীন নির্বাচিত পরিষদ গত ১৭ এপ্রিল বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আইন অনুযায়ী এখন আগামী ২৫ এপ্রিলের মধ্যে সিলেট জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করবে সরকার। প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্বে রয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দিপ কুমার সিংহ। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিনদিনের মধ্যেই সিলেট জেলা পরিষদ পাচ্ছে নতুন প্রশাসক। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সচেতন মানুষের মধ্যে কমতি নেই উৎসাহের।

বর্তমান পরিষদ বিলুপ্ত ঘোষণার সাথে সাথে সারা জেলায় ব্যাপক জল্পনা-কল্পনা ও আলোচনা হচ্ছে জেলা পরিষদের প্রশাসক নিয়ে। কে হচ্ছেন পরবর্তি প্রশাসক ? এই তালিকায় একাধিক নাম যুক্ত হলেও বারবার উঠে আসছে শফিকুর রহমান চৌধুরীর নাম। শফিকুর রহমান চৌধুরী বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য। গেল দুইবার সিলেট জেলা আওয়ামী লীগ থেকে প্রশাসক মনোনীত করা হয়েছে। পরিসংখ্যান বলছে তৃতীয়বারও এর ব্যত্যয় ঘটবে না এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতিই হতে পারেন সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক।

তাছাড়া, নিজেদের মতো করে অনেকেই প্রশাসক পদে নাম বলছেন বিভিন্নজনের। এ বিষয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে কথা বলে অন্তত চারজনের নাম পাওয়া গেছে। আলোচনায় উঠে আসা এই পাঁচজন হলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বর্তমান) শফিউল আলম চৌধুরী নাদেল ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ ও বিজিত চৌধুরী।

এদিকে প্রশাসক পদে শফিকুর রহমান চৌধুরীর পর বেশি করে নাম উচ্চারিত হচ্ছে সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিনের নাম। আসাদ উদ্দিন আহমদ এর আগে সিলেটে ব্যবসায়ীদের প্রতিনিধিত্বশীল বৃহৎ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসক পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ৯ জুন সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক পদে নিয়োগ লাভ করেন তিনি। দায়িত্ব পরবর্তী যথাসময়ের মধ্যেই ভোটার তালিকা সংশোধনক্রমে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নব নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব তোলে দেন তিনি। বৃহৎ একটি প্রতিষ্ঠানের প্রশাসকের দায়িত্ব পালন করা আসাদ উদ্দিন আহমদকে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হতে পারে-এমন আলোচনাও উঠে আসছে।

এই আলোচনায় অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের নামও রয়েছে। অনেকের ধারণা, ত্যাগী এবং কর্মঠ বিবেচনায় প্রশাসক হিসেবে স্থান পেতে পারেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। মহানগর সভাপতি বিজিত চৌধুরীও রয়েছেন এই আলোচনায়। তিনিও সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে। ডাকসাইটে এবং আপোসহীন হিসেবে তাঁর সুনাম ছাত্রজীবন থেকে। গেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে সংখ্যালঘুদের যথাযথ মূল্যায়ন করেছে সরকার। সেই ধারাবাহিকতায় সংখ্যালঘু সম্প্রদায় থেকে সরকারি বিচেনায় তিনিও প্রশাসক পদের দাবিদার।

সংশোধিত জেলা পরিষদ আইনের গেজেট গত ১৩ এপ্রিল প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ায় পরিষদগুলো বিলুপ্ত করা হয়েছে। জেলা পরিষদে প্রশাসক নিয়োগের আগে প্রত্যেক জেলা পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব অর্পণ করা হয়। ওইদিনই সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দিপ কুমার সিংহকে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব অর্পণ করা হয়। একইসাথে ২৫ এপ্রিলের মধ্যে জেলা পরিষদের প্রশাসক নিয়োগের ঘোষণা দেওয়া হয়। নির্বাচন পূর্ববর্তী প্রশাসকবৃন্দ দায়িত্ব পালন করবেন জেলা পরিষদের। তবে প্রশাসকের মেয়াদ ১৮০ দিনের বেশি হবে না। একইসঙ্গে একাধিকবার কেউ প্রশাসক থাকতে পারবেন না বলেও বিধান রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম ১৮ এপ্রিল সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

সিলেট জেলা পরিষদের প্রথম প্রশাসক মনোনীত হন জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। নি:সন্তান সুফিয়ান চৌধুরী ২০১১ সালে জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। ২০১৫ সালের ০৯ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করলে ২০১৬ সালের ১৯ জুলাই সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্ব লাভ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। পরবর্তীতে শুন্য পদে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলে অ্যাডভোকেট লুৎফুর রহমান সিলেট জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হওয়ার গৌরব অর্জন করেন।

জেলা পরিষদের বিদ্যমান আইনে ৮২ নম্বর ধারা সংশোধন করে বলা হয়েছে- এতে কোনো জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হলে এবং পরবর্তী পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত পরিষদের কার্যক্রম সম্পাদনের জন্য সরকার একজন উপযুক্ত ব্যক্তিকে বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো কর্মকর্তাকে প্রশাসক নিয়োগ করতে পারবে। তবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগপ্রাপ্ত কাউকে প্রশাসক পদে বসানো হচ্ছে না-এমনটিও বলছেন সমাজকর্মীরা। তাদের মতে, সরকার যে কোনো মূল্যে জেলা পরিষদের মতো প্রতিষ্ঠানটিতে নিজেদের পছন্দমতো লোককেই নিয়োগ দিতে স্বাচ্ছন্দবোধ করবে।

বিদ্যমান আইন অনুযায়ী, প্রত্যেক জেলায় একজন চেয়ারম্যান, ১৫ সদস্য ও ৫ নারী সদস্য অর্থাৎ মোট ২১ সদস্যের পরিষদ রয়েছে। আইন অনুযায়ী জেলার অন্তর্গত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলররা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা জেলা পরিষদের ভোটার।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, বিষয়টি একান্তই সরকারের। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত গ্রহণ করবেন। জেলা পরিষদে দল যাকে যোগ্য এবং গ্রহণযোগ্য বিবেচনা করবে, তাকেই প্রশাসক পদে আসীন করা হবে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin