স্টাফ রিপোর্টার
সিলেটে দুদিন সফর শেষে সিলেট ত্যাগ করেছেন সড়কপরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে গতকাল বৃহস্পতিবার সিলেট রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে আ’লীগ নেতা আ ন ম শফিক স্মরণে আ.লীগের শোক সভা প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আ ন ম শফিকুল হক স্মরণে শোকসভার আয়োজন করে।সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।