শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন


সিলেট থেকে যাত্রা শুরু ‘ডিজিটাল রেকর্ড রুমের’

সিলেট থেকে যাত্রা শুরু ‘ডিজিটাল রেকর্ড রুমের’


শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক:
সিলেট থেকে যাত্রা শুরু হলো ডিজিটাল রেকর্ড রুম ও অনলাইনে ভূমি সেবা কার্যক্রম। আজ রবিবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সেবার উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। এই কার্যক্রম শুরু হওয়ায় এখন থেকে প্রবাসীরা বিদেশে বসে নামজারির আবেদন করতে পারবেন। এছাড়া ভূমি সংক্রান্ত অন্যান্য সেবাও পাওয়া যাবে অনলাইনে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি সচিব বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা দেশে এসে অল্প সময় অবস্থান করেন। তাদের সুবিধার কথা চিন্তা করে এবং ভূমি সংক্রান্ত হয়রানি দূর করতে রেকর্ডরুম ডিজিটালইজেশন করার উদ্যোগ নেয়া হয়েছে। সিলেট থেকে এর যাত্রা শুরু হলো। এখন থেকে প্রবাসীরা শহরে ৯ দিন ও গ্রামে ১২ দিনের মধ্যে তাদের ভূমি নামজারি করতে পারবেন। এছাড়া ভূমি সংক্রান্ত অন্যান্য সেবাও এখন অনলাইনে পাওয়া যাবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক কাজী এম. ইমদাদুল ইসলাম প্রমুখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin