শুভ প্রতিদিন ডেস্ক:
সিলেট নগরীতে দুঃস্থ, অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নগরীর শাপলাবাগ,টিলাগড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাছান চৌধুরী সাজন এর উদ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ৩০টি দরিদ্র পরিবারের মধ্যে তেল, পেঁয়াজ, লবণ, ডাল ও সাবান বিতরণ করা হয়। ৩০টি পরিবারে মোট ৩০ লিটার তেল, ৬০কেজি পেঁয়াজ, ২৬০ কেজি আলু, ৩০ কেজি লবণ, ৩০ কেজি ডাল, ৩০ টা সাবান দেয়া হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাছান চৌধুরী সাজন বলেন, বর্তমান পরিস্থিতিতে দরিদ্রদের পাশে দাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। কর্মহীন মানুষরা যাতে না খেয়ে থাকতে হয় সেজন্য সকলের সহযোগীতা কামনা করেন তিনি।