করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেট বিভাগে মোট ১৭৫৩জন রয়েছেন ঘরে সঙ্গনিরোধে (কোয়ারেন্টাইন)।নেগেটিভ ছাড়পত্রে মুক্ত ২৬৭।
এরমধ্যে গত ২৪ ঘন্টায় নতুন ৮৩জন ঘরে সঙ্গনিরোধে থাকার পরামর্শ দেয়া হয়।
বিভাগের চার জেলার মধ্যে ঘরে সঙ্গনিরোধে আছেন সিলেট জেলায় ৬৮১ জন, সুনামগঞ্জ জেলায় ২৭৫ জন, হবিগঞ্জে ৫১৩ জন ও মৌলভিবাজারে ২৮৪ জন।