বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন


সিলেট মডেলিং মিডিয়া কাপের চ্যাম্পিয়ান সিলেট কিংসের বিজয় উদযাপন

সিলেট মডেলিং মিডিয়া কাপের চ্যাম্পিয়ান সিলেট কিংসের বিজয় উদযাপন


শেয়ার বোতাম এখানে

নিউজ ডেস্ক:

সিলেট মডেলিং মিডিয়া কাপ ২০১৯ এর দ্বিতীয় আসনের চ্যাম্পিয়ান দল সিলেট কিংস বিজয় উদযাপন করেছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে পার্টি ও নৈশ্যভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট কিংসের সত্ত্বাধিকারী কাউসার খান, টিম ম্যানেজার বিথী চৌধুরী ও রাজু ইফতি, দলের অধিনায়ক ইমতিয়াজ জগলু, সহকারী অধিনায়ক শাহিন এবং টিমের সদস্যবৃন্দসহ রানার্সআপ টিম সিলেট বয়েজের সত্ত্বাধিকারী সুমাইয়া বক্স মৌ ও ম্যানেজার রাজ্জাক আলী, অধিনায়ক লোকমান আহমদ, মডেলিং মিডিয়া কাপের আয়োজক কমিটির সদস্যবৃন্দসহ সিলেট মডেলিং মিডিয়ার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর নগরীর মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হতে গিয়ে 12 ti Team er moddhe সিলেট কিংস একে একে সাইলেন্ট স্ট্রাইকার্স, সিলেট ডাইরেক্ট অ্যাকশন, সিলেট সুুপার ইলিভেন ও ফাইনালে সিলেট বয়েসকে পরাজিত করে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin