রাসায়ানিক মিশ্রিত ফল যাতে কেউ বাজারে বিক্রি করতে না পারে সেজন্য ফলের বাজার ও গুদামঘরে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ডিসি (ডিবি ও প্রসিকিউশন) জনাব সঞ্জয় সরকার এর নির্দেশনায় বুধবার (৩০ মে ২০১৯) দুপুর ১২ টায় কদমতলীতে অবস্থিত সিলেটের প্রধান ফল মার্কেটে অভিযান পরিচালনা করেন। এ সময় ফল মার্কেট কমিটির সভাপতি ও সেক্রেটারি সহ অন্যান্য প্রতিনিধিদের সাথে মতবিনময় করেন। ফল মার্কেট কমিটির প্রতিনিধিগন জানান যে, অত্র কদমতলী ফল মার্কেটে ফলে রাসায়ানিক পদার্থ মেশানো হয় না এবং ভবিস্যতে মেশানো হবে না মর্মে প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিঃ উপ-পুলিশ কমিশনার ( উত্তর) জনাব বিভূতিভূষণ ব্যানার্জী, অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জনাব মোঃ জেদান আল মুসা, অতিঃ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) সুদীপ দাস, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) গোপাল চক্রবর্তী। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে ফলমুলে ভেজাল/ কেমিক্যাল মিশ্রন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তি