বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৫৮ অপরাহ্ন


“সিলেট সিটির ময়লা-আবর্জনা পারাইরচকের মূল সড়কের ৫০০ মিটার দূরে ফেলা হবে”

“সিলেট সিটির ময়লা-আবর্জনা পারাইরচকের মূল সড়কের ৫০০ মিটার দূরে ফেলা হবে”


শেয়ার বোতাম এখানে

স্টাফ রিপোর্ট:

দক্ষিন সুরমার পারাইরচক এলাকায় সিলেট সিটির ময়লা-আবর্জনা এখন থেকে মূল সড়কের ৫০০ থেকে ৬০০ মিটার দূরে ফেলা হবে এবং আগামি ৬ মাসের ভিতরে তা ডাম্পিং জোন করা হবে। এতে দক্ষিন সুরমার মানুষের ভোগান্তি লাঘব হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।

তিনি আরো বলেন, দক্ষিণ সুরমার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজ (বুধবার) সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এ ব্যপারে আমার কথা হয়েছে। এসব সমস্যা শিগগিরই সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

দক্ষিন সুরমা টেকনিক্যাল রোডের শাহপরান মিলের সামনের রাস্তা দ্রুত সংস্কার করা হবে বলেও জানান তিনি।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin