স্টাফ রিপোর্ট:
দক্ষিন সুরমার পারাইরচক এলাকায় সিলেট সিটির ময়লা-আবর্জনা এখন থেকে মূল সড়কের ৫০০ থেকে ৬০০ মিটার দূরে ফেলা হবে এবং আগামি ৬ মাসের ভিতরে তা ডাম্পিং জোন করা হবে। এতে দক্ষিন সুরমার মানুষের ভোগান্তি লাঘব হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দিয়ে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
তিনি আরো বলেন, দক্ষিণ সুরমার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আজ (বুধবার) সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে এ ব্যপারে আমার কথা হয়েছে। এসব সমস্যা শিগগিরই সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
দক্ষিন সুরমা টেকনিক্যাল রোডের শাহপরান মিলের সামনের রাস্তা দ্রুত সংস্কার করা হবে বলেও জানান তিনি।