পরিবহন মালিক-শ্রমিকদের আপত্তি আর ধর্মঘটের মধ্যেই সিলেট-সুনামগঞ্জ রুটে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস। সোমবার দুপুরে কুমারগাও বাস টার্মিনাল থেকে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারী প্রতিষ্ঠান বিআরটিসির এই বাস সার্ভিস চালুর প্রতিবাদে সোমবার সকাল থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়কে দূরপাল্লার যান চলাচল বন্ধ রেখেছে মালিক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। ফলে সকাল থেকে ঈদে ঘরমুখো মানুষজন চরম ভোগান্তিতে পড়েন। প্রেস বিজ্ঞপ্তি