বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ পূর্বাহ্ন


সিলেট-৪ আসন : ইমরানই আস্থা আ.লীগের, বিএনপি প্রার্থী একাদিক

সিলেট-৪ আসন : ইমরানই আস্থা আ.লীগের, বিএনপি প্রার্থী একাদিক


শেয়ার বোতাম এখানে

নবীন সোহেল:: জাফলং, বিছনাকান্দি, পান্তুমাই, লালাখাল, শ্রীপুর ও ভোলাগঞ্জসহ সিলেট বিভাগের বেশীরভাগ পর্যটন কেন্দ্রের অবস্থান সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে। আয়তনের দিক থেকে তিনটি উপজেলা নিয়ে গঠিত বাংলাদেশের অন্যতম বড় নির্বাচনী এলাকা এটি। সরকারের বিপুল রাজস্ব আয়ের উৎস পাথর কোয়ারির জন্য অতি পরিচিত সিলেট-৪ আসনের দিকে বিশেষ নজর থাকে সকলের। আওয়ামী লীগের একক প্রার্থী থাকলেও বিএনপি’র প্রার্থী রয়েছেন একাধিক।

এ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে রয়েছেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। এছাড়া সিলেট-৪ আসনে নৌকার টিকিটের জন্য দীর্ঘদিন ধরে প্রত্যাশায় রয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা গোলাপ মিয়া। তিনি মাঠে সক্রিয় রয়েছেন। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হয়ে রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখছেন তিনি।

তবে, এই নিয়ে ছয় মেয়াদে নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমদ। ১৯৮৬, ’৯১, ’৯৬ সালেও এ আসনে বিজয়ী হন তিনি। ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এই আসনে বিজয়ী হন। পরবর্তীতে ইমরান আহমদ উপনির্বাচনে এ আসনটি পুনরুদ্ধার করেন। কিন্তু ২০০১ সালে বিএনপি নেতা প্রয়াত দিলদার হোসেন সেলিম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। অবশ্য ২০০৮ সালে দিলদার হোসেন সেলিমকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেন ইমরান আহমদ। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা ফারুক আহমদকে হারিয়ে আবার নির্বাচিত হন তিনি। এছাড়াও ইমরান আহমদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক প্রয়াত দিলদার হোসেন সেলিমকে পরাজিত করে ৬ষ্ট বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ইমরান আহমদ তার নির্বাচনী এলাকায় শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, নিরাপদ পানি ও শতভাগ বিদ্যুতায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তাই এ আসনের মানুষেরা মনপ্রাণে তাকে ভালবাসে। প্রবীণ এ সাংসদের কর্মগুনে দল থেকে বার বার তাকেই পছন্দের প্রার্থী হিসেবে দেওয়া হয়। আর তিনি সে নির্বাচনে জয়লাভ করে নিজেকে দলের কাছে বারবার প্রমাণীত করেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপিকেই পুনরায় সিলেট -৪ অর্থাৎ (গোয়াইনঘাট, জৈশন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দেখতে চান ওই ৩ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও দলীয় সমর্থকেরা।

বিএনপি থেকে এ আসনটিতে সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল হাকিম চৌধুরী ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সেলিম দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন। এর মধ্যে হাকিম চৌধুরী গোয়াইনঘাট উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান ও এলাকায় অবস্থান করছেন। আর সেলিম হাই কোর্টে আইনপেশায় নিয়োজিত। বিএনপি অংশগ্রহণ করলে দল থেকে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন সাবেক এমপি দিলদার হোসেন সেলিমের স্ত্রী অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম। স্বামীর মৃত্যুর পর জনগণের ভালোবাসায় সাংসদ প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আছেন তিনি।

সীমান্তবর্তী এ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে গেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান। কিন্তু ভোটের মাঠে সুবিধা করতে পারেননি তিনি। এবারও এ আসনে প্রার্থী হতে পারেন তিনি। আসনটিতে জাপা থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি মুজিবুর রহমান ডালিম। এ ছাড়া আসনে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

জানাগেছে, ভোলাগঞ্জ, জাফলং, বিছনাকান্দি, শাহ আরপিন, উৎমাছড়া ও শ্রীপুর পাথর কোয়ারির অবস্থান এই সংসদীয় আসনে। এসব কোয়ারি থেকে পাথর উত্তোলন ও টোল (রয়েলটি) আদায় নিয়ে স্থানীয় এমপিকে বরাবরই থাকতে হয় বেকায়দায়। সবকটি কোয়ারীতে আধিপত্য বিস্তার নিয়ে নিজ দলের নেতাকর্মীরা বিভক্ত।

সিলেট-৪ আসনটিতে ১৯৭৩ সালে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান নির্বাচিত হন। ১৯৭৯ সালে নির্বাচিত হন বিএনপি প্রার্থী নাজিম কামরান চৌধুরী। ১৯৮৬ সালে আওয়ামী লীগ প্রার্থী ইমরান আহমদ নির্বাচিত হন। ১৯৯১ সালে পুনরায় ইমরান আহমদ নির্বাচিত হন। ৯৬ সালে বিএনপির প্রার্থী প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এ আসন থেকে নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী দিলদার হোসেন সেলিম নির্বাচিত হন। এরপর থেকে সবকটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমদ নির্বাচিন হন।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin