নবীন সোহেল ও মিসবাহ উদ্দিন, বিয়ানীবাজার :: বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে সিলেট-৬ আসন। এই এলাকার অধিকাংশ বাড়িতেই আছেন লন্ডনপ্রবাসী। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের দলীয় অবস্থান প্রায় সমান হলেও টানা চারবারের এমপি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। জাতীয় রাজনীতিতে সৎ ও বাম আদর্শের রাজনীতিক হিসেবে পরিচিত নাহিদ এলাকায় সময় কম দেন। নেতাকর্মীরা তার ওপর নাখোশ। তাকে মনোনয়ন দিলে জামানত বাজেয়াপ্ত হবে বলেও মন্তব্য অনেকের। তাইতো বিকল্প প্রার্থী বাছাই করতে পারে ক্ষমতাসীন দল।
জানা যায়, এই আসনে ফের আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে তার এলাকা বিচ্ছিন্নতার সুযোগে মনোনয়নের জন্য জোর চেষ্টা করবেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন। বিগত ২০০৮ সাল থেকে নৌকার টিকিট চাচ্ছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। বিগত ১৫ বছর ধরে এলাকায় সক্রিয় রয়েছেন। প্রতিনিয়ত নির্বাচনী মাঠে জনকল্যাণে কাজ করে যাচ্ছেন। এলাকায় গ্রহণযোগ্যতাও বেড়েছে তার। ক’দিন আগে সিলেটে নিজ এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়কালে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। কানাডার নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। তাইতো এ আসনে তৃণমূল আওয়ামী লীগসহ জনসাধারণ সরওয়ার হোসেনের বিকল্প ভাবছেন না। এছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।
এ আসনটিতে গেল নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী। নির্বাচনে পরাজিত হলেও তিনি এলাকায় সরব রয়েছেন। তার সঙ্গে দলীয় মনোনয়নের দৌড়ে রয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। এ আসনে জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন। এ ছাড়া সিলেট-৬ আসনে জেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।
এলাকা ঘুরে জানা যায়, স্থানীয় এমপি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ দীর্ঘদিন এলাকায় সময় দেন না। নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও আছে বেশ দূরত্ব। কেন্দ্রীয় নেতা হিসেবে মনোনয়ন নিয়ে এলে সবাই সমর্থন দিয়ে এমপি বানান। কিন্তু পরে আর তার খোঁজ মেলে না। নেতাকর্মীরা তাকে সুখ-দুঃখে পান না। যে কারণে এবার অনেকে তার ওপর নাখোশ। তারা বলছেন, তাকে মনোনয়ন দিলে মানবেন না। তার পক্ষে কাজও করবেন না। তিনি প্রার্থী হলে জামানত হারাবেন। তার এলাকাবিমুখতার সুযোগ নিয়ে কাজ করছেন একাধিক প্রার্থী। তারা নেতাকর্মীদের পাশাপাশি এলাকার মানুষের কাছেও যাচ্ছেন, কাজ করছেন। তবে সমালোচনায় ব্যাপকতা পাচ্ছে বিয়ানীবাজারের প্রধান সড়ক যা একেবারে চলার অনুপোযোগী। সড়ক দিয়ে চলাচল করা দায়, এ নিয়ে নেই কারো মাথা ব্যথ্যা। সড়ক উন্নয়ন এখন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ হয়ে গেছে মনে করেন সাধারন জনগণ।
কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন বলেন, মানুষের কল্যাণের জন্য কাজ করি। বিগত এক যুগ ধরে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের মানুষের পাশে সুখে দুখে আছি। ‘করোনার সময়ও এলাকা ছাড়িনি। কিন্তুবর্তমান এমপিকে করোনা গেলো, বন্যা গেলো, কত কিছু হলো- কিন্তু গত তিন বছর তিনি এলাকায় নেই। কিন্তু আমি কাজ করে যাচ্ছি, যেটা হওয়ার হবে। তবে শতভাগ মানুষ পরিবর্তনের পক্ষে। তিনি বলেন, ‘আমি মনোনয়ন পেলেও আছি না পেলেও আছি। যতদিন কাজ করার বয়স আছে, মানুষের জন্য কাজ করে যাবো।’
এ আসনে ১৯৯১ সালে কাঁস্তে প্রতীক নিয়ে জাতীয় পার্টির কাছে পরাজিত হন সিপিবির নুরুল ইসলাম নাহিদ। পরে বাম এ নেতা আওয়ামী লীগে যোগ দিয়ে ১৯৯৬ সালে নৌকা প্রতীক নিয়ে জাতীয় পার্টিকে হারান। পরাস্ত জাতীয় পার্টি এরপর আর এ আসনে চোখ দেয়নি। ২০০১-এ বিএনপির বিদ্রোহী ছাড়া বাকি সময়ে নির্বাচিত হয়েছেন বাম থেকে আসা আওয়ামী লীগের নাহিদ। দুবার শিক্ষামন্ত্রীও ছিলেন। গত বার আওয়ামী লীগ তাকে প্রেসিডিয়াম সদস্যও করেছে। কিন্তু মন্ত্রিত্ব হারানোর পর রাজনীতির মাঠে দেখা মেলেনি নাহিদের। এমনকি তিনি তার নির্বাচনী আসনেও যান না। যে কারণে স্থানীয় আওয়ামী লীগ তাকে আর সুযোগ দিতেও চায় না।