গােলাপগঞ্জ প্রতিনিধিঃ
গােলাপগঞ্জ উপজেলার অন্তর্গত বিভিন্ন গ্রামে জামায়াত-শিবির নেতাকর্মীদের গ্রেফতার করতে এক সাঁড়াশী পুলিশি অভিযান পরিচালিত হয়। গতকাল বুধবার দুপুর ১ঘটিকা হতে রাত ১০ ঘটিকা পর্যন্ত এ অভিযান অব্যাহত ছিল।
স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, গােলাপগঞ্জ পৌরসভা জামায়াতের আমির ঘােগারকুল গ্রামের সিকন্দর আলীর ছেলে সৈয়দ নাছির উদ্দিনের বাড়িতে, ৩নং ফুলবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি, কড়মপুর গ্রামের মৃত মাওলানা কটন মিয়ার ছেলে আব্দুস সালাম আজাদের বাড়িতে, গােলাপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, বাঘা ইউনিয়নের গােলাপনগর গ্রামের হারুনুর রশীদের ছেলে হাবিবুল্লাহ দস্তগীরের বাড়িতে, গােলাপগঞ্জ উপজেলার ৩নং ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গােলাপগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সহ সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নিবাসী আব্দুর রহমানের পুত্র কামরুল হাসান শাহানের বাড়িতে, গােলাপগঞ্জ উপজেলা শিবির নেতা, এমসি একাডেমী কলেজ ছাত্র শিবিরের সাবেক সভাপতি, লক্ষিপাশা ইউনিয়নের বাউশী গ্রামের আব্দুল খালিকের পুত্র ফয়েজ আহমদের বাড়িতে, হাজিপুর শুকনা (৬নং ওয়ার্ড) উপশাখা জামায়াতের সাবেক সভাপতি, বর্তমান লন্ডন প্রবাসী, ৩নং ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর শুকনা গ্রামের মৃত ডা: আজিজুর রহমানের ছেলে মােহাম্মদ আলীর বাড়ি সহ আরাে কয়েকজন জামায়াত-শিবির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ এ তল্লাশি অভিযান চালায়।
তবে এই অভিযানে আসামীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে গােলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মােঃ মিজানুর রহমান জানিয়েছেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সুত্রে আরাে জানা যায়, উপরােক্ত আসামিদের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং প্রত্যেকের বিরুদ্ধে আদালত হতে গ্রেফতারি পরােয়ানা ইস্যু করা আছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাহাদের গ্রেফতার করতে পুলিশ এ অভিযান করেছে বলে উল্লেখ করেন। আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
গােলাপগঞ্জ উপজেলা জামায়াতের নিন্দা ও প্রতিবাদঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী গােলাপগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা জমির উদ্দিন ও সাধারণ সম্পাদক রশিদ আহমদ এক যৌথ বিবৃতিতে জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়িতে পুলিশি অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।