বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:১৫ পূর্বাহ্ন


সিসিকের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রীর

সিসিকের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় সরকার মন্ত্রীর

মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

শেয়ার বোতাম এখানে

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

শনিবার (১১ নভেম্বর) সকাল নয়টায় হবিগঞ্জ পৌরসভার আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হবিগঞ্জ আসলে আনোয়ারুজ্জামান চৌধুরী মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

এসময় সিলেটবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সিটি করপোরেশনের উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিও মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটের উন্নয়নে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, হবিগঞ্জ পৌরসভার আয়োজনে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হবিগঞ্জ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি শনিবার সকালে হবিগঞ্জ এসে পৌছান।এরপর হবিগঞ্জ পৌরসভার অনুষ্ঠানে যোগ দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin