স্টাফ রিপোর্ট:
করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ ঠেকাতে বেকার হয়ে পড়া শ্রমজীবী অসহায় মানুষদের জন্য সিলেট সিটি করপোরেশনের গঠিত ত্রাণ তহবিলে ২৮ হাজার কেজি চাল, পেঁয়াজ ও আলু দিয়েছে আল্ হারামাইন গ্রুপ।
বুধবার দুপুরে আল হারামাইন পারফিউমস ও আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির (সিআইপি) ও তার পরিবারের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হকের হাতে তুলে দেয়া হয়েছে এসব খাদ্যদ্রব্য।
সিটি কর্পোরেশনের আওতাধীন অসহায়-গরীব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য দেয়া এসব খাদ্যদ্রব্যের মধ্যে ছিলো ১০ হাজার কেজি চাল, ১২ হাজার কেজি আলু, ৬ হাজার কেজি পিয়াজ।
বুধবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে এসব দ্রব্য হস্তান্তর করেন আল্ হারামাইন গ্রুপ ও আল্ হারামাইন হাসপাতাল প্রাঃ লিঃ-এর ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ অলিউর রহমান (সিআইপি। এসময় বিশিষ্ট ব্যবসায়ী আফতাব উদ্দিন, সিটি কাউন্সিলর তৌফিক বক্স লিপনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিয়ানীবাজারে কয়েক হাজার কেজি খাদ্য সামগ্রী বিতরন করা হয়।