বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন


সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি : আরও বারি বৃষ্টিপাতের সম্ভাবনা

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি : আরও বারি বৃষ্টিপাতের সম্ভাবনা


শেয়ার বোতাম এখানে

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। অতিবৃষ্টি ও পাহড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। সকাল থেকে জেলাশহরের কাজিরপয়েন্ট, ষোলঘড়, সাহেব বাড়ীঘাট, নবীনগর, উকিলপাড়া, মধ্যবাজার এলাকায় পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে জেলার ১১ উপজেলার নিম্নাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্ধি রয়েছে।

শনিবার সকাল ৯ টায় সুরমা নদীর পানি বিপদসীশার ৫৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক, দোয়ারাবাজার, জামালগঞ্জ উপজেলার সড়ক ভেঙ্গে যাওয়ায় সরাসরি সড়ক পথে জেলা সদরে সাথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ও সুনামগঞ্জে আরও তিন চার দিন বারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। বন্যা পরিস্থিতি আরোও অবনতি হতে পারে।

বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। তিনি জানান, বন্যায় কবলিত মানুষদেরকে খাদ্যসামগ্রী দেয়া এবং সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয়কেন্দ্র দেয়ার জন্য জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin