শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন


সুনামগঞ্জে কালোবাজারে ওএমএসএর চাল বিক্রি করার সময় এক ডিলারসহ আটক ২

সুনামগঞ্জে কালোবাজারে ওএমএসএর চাল বিক্রি করার সময় এক ডিলারসহ আটক ২


শেয়ার বোতাম এখানে

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে কালোবাজারে ওএমএসএর চাল বিক্রি করার সময় ৩০ বস্তা চাল ও একটি পিকআপ এবং এক ডিলারসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের জগন্নাথপুর পয়েন্টে এসব আটক করা হয়। আটককৃতরা হলেন, নিয়ামতপুরের ওএমএস ডিলার বিপ্লব কুমার দাশ ও গৌরারং ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. শওকত আলী।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর এলাকার জগন্নাথপুর পয়েন্টে এলাকায় অভিযান চালিয়ে ৩০ বস্তা ওএমএস চাল ও একটি পিকআপসহ এক ওএমএস এর ডিলারসহ দুইজনকে আটক করা হয়।

এসময় তারা সরকারী ওএমএসএর ৩০ বস্তা চালের বস্তা পরিবর্তন করে খোলা বাজারের বস্তায় ভরে চাল বিক্রি করছিলেন এই ডিলার। এসময় হাতেনাতে চাল ও পিকআপ এবং ডিলারসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতদের জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মামলা প্রস্তুতি করা চলছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin