সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে নতুন করে আরও ১১ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগারে ওই ১১ জন শনাক্ত হন।
এ নিয়ে জেলায় মোট ২৬ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে আইসোলেশনে থাকা দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১ জন, বিশ্বম্ভরপুর ৪ জন, দোয়ারাবাজার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ ২ জন, জগন্নাথপুর ১ জন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, গত ২২ ও ২৩ এপ্রিল সুনামগঞ্জ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল যাদের তাদের মধ্যে থেকে পরীক্ষায় ১১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। করোনা শনাক্তদের পূনাঙ্গ নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।