রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৯:২৪ পূর্বাহ্ন


সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের


শেয়ার বোতাম এখানে

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ধীতপুর গ্রামে বজ্রপাতে দুই কৃষক প্রাণ হারিয়েছেন।তারা হলেন- রবীন্দ্র দাস (৫৫) ও টিপু দাস (২৫)। শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে দাভাঙ্গা হাওরে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। তবে তাদের সৎকার হওয়ার পর ঘটনা সম্পর্কে জানতে পারে পুলিশ।

শুক্রবার রাত ১১ টার দিকে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বজ্রপাতে ২ কৃষকের হাওরে মৃত্যু হয়েছে। ঘটনাটা বিকেল সাড়ে ৫ টার হলেও আমি ১০-১৫ মিনিট আগে জেনেছি। তাদের লাশ সৎকার হয়ে গিয়েছে। আমরা খোঁজ নিচ্ছি এখন।

কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরার হোসেন বলেন, শুক্রবার বিকেলে বৃষ্টির সময় খলায় স্তূপ করে রাখা ধান ঢাকতে গিয়েছিলেন তারা। এসময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। পরিবারের লোকজন লাশ উদ্ধার করে সৎকার করেছেন। শুনেছি তারা পাশাপাশি প্রতিবেশী।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin