শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫০ পূর্বাহ্ন


সুবিধাবঞ্চিতদের পাশে ‘টিম ইয়ংস্টার’

সুবিধাবঞ্চিতদের পাশে ‘টিম ইয়ংস্টার’


শেয়ার বোতাম এখানে

করোনা আতঙ্কে কাঁপছে সারা দুনিয়া। লকডাউন হয়েছে অনেক দেশ ও ব্যস্ত শহর। স্থবির হয়ে গেছে দেশও। বন্ধ হয়েছে সরকারি-বেসরকারি অফিস, রাস্তাঘাটে নেই মানুষজন। এমনি অবস্থায় জীবন ও জীবিকা নিয়ে অসহায় দিন পার করছেন খেটে খাওয়া দিন মজুররা।

সমাজের প্রতিষ্ঠিত মানুষেরা তাদের দায়িত্ব নিচ্ছন যার যার জায়গা থেকে। এগিয়ে এসেছেন অনেক তারকাও।এবার সে তালিকায় নাম লেখালেন তারকাদের সংগঠন ‘টিম ইয়ংস্টার’। অসহায় এই মানুষগুলোর বাসায় খাবার পাঠানোর উদ্যোগ নিয়েছেন তাঁরা।

চিত্রনায়িকা আঁচল আঁখি, শিরিন শিলা, জয় চৌধুরী, রোমানা নীড়, নাদিম ইসলাম, সানজু জন, শিপন মিত্র ও বিপাশা কবির পর্দার বাইরেও ভালো বন্ধু।

চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে ও ব্যক্তিজীবনের নানা আয়োজনে তাঁদের একসঙ্গে দেখা যায়। এই সাত বন্ধুর সংগঠন ‘টিম ইয়ংস্টার’।

মডেল কাজী জারা,সারাকা মুজুমদা,আসমা উল রহমানসহ অনেকেই ছিলেন টিমের সঙ্গে। তবে টিমের অন্যতম সদস্য শিপন মিত্র এ সান্জু জন দেশের বাইরে থাকার পরও টিমের সঙ্গে সমসহযোগীতা করেছে।

সংগঠনের অন্যতম সংগঠক চিত্রনায়ক জয় চৌধুরী বলেন, ‘আমরা যাঁরা সচ্ছল আছি, তাঁরা বাসায় সময় কাটাচ্ছি। তবে আমরা লক্ষ করছি দিনমজুর, রিকশাওয়ালা ও হকাররা পেটের দায়ে রাস্তায় নেমে আসছে। কারণ, তাঁদের বাসায় খাবার নেই।

নিজের পরিবারের চিন্তা করেই মূলত তাঁরা কাজ না করে থাকতে পারছেন না। এই অসচ্ছল মানুষগুলোর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেল থেকে আমরা এই সাত বন্ধু ব্যক্তিগত অর্থায়নে তাঁদের মধ্যে খাবার বিতরণ করছি।

জয় আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত দুইশর মতো প্যাকেট করেছি। প্রতিটি প্যাকেটে থাকবে চাল, ডাল, লবণ, তেল ও আলু। সমাজে যাঁরা সচ্ছল, তাঁদের প্রতি অনুরোধ রইল, আপনারা সামর্থ্য অনুযায়ী অসচ্ছল মানুষের পাশে দাঁড়ান।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin