স্পোর্টস ডেস্ক:
লুইস সুয়ারেজের জোড়া গোলে ন্যু ক্যাম্পে জয় পেয়েছে বার্সেলোনা। লিওনেল মেসি ফিরলেন। জাদুকরী পাস দিলেন। সুয়ারেজ জয়সূচক গোলটিও করলেন। ইন্টারমিলান ১-০ গোলে এগিয়ে গিয়েও ম্যাচটি মুঠোবন্দি করতে পারেনি। ২-১ গোলের জয়ে স্বস্তি ফিরেছে মেসিদের।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনা বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ড্র করে। এই রাতে অবশ্য কাতালান জায়ান্টরা জয়ের মুখ দেখেছে। প্রথমার্ধে অগোছালো ফুটবল খেললেও পরের অর্ধে স্বরূপে ফেরে আর্নেষ্টে ভালভার্দের দলটি।
এই ম্যাচের দ্বিতীয় মিনিটে লাওতারো মার্টিনেজ গোল করলে ইন্টারমিলান ১-০ তে এগিয়ে যায়। প্রথমার্ধ শেষে এই ফলই ছিল। ৫৮ মিনিটে সুয়ারেজ দারুণ গোল করে বার্সেলোনাকে সমতায় ফেরায়। আর জয়সূচক গোলটি তো করলেনই ৮৪ মিনিটে।
এদিকে অ্যানফিল্ডে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল সাত গোলের থ্রিলারে ৪-৩ ব্যবধানে জিতেছে। মোহামেদ সালাহ জোড়া গোল করেছেন। লিভারপুলের ম্যাচটি হয়েছে পাগলাটে। ৩-০ গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর সলজবুর্গ ৩টি গোল শোধও করে দেয়। ৬৯ মিনিটে লিভারপুলের হয়ে জয়সূচক গোলটি করেন মোহামেদ সালাহ।
এছাড়া রাতের অন্য ম্যাচে আয়াক্স ৩-০ গোলে ভ্যালেন্সিয়াকে, চেলসি ২-১ ব্যবধানে লিঁলেকে ও বরুশিয়া ডর্টমুন্ড ২-০ তে স্লাভিয়া প্রাহাকে হারিয়েছে। ডর্টমুন্ডের হয়ে ২টি গোল করেছেন হাকিমি।