নিউজ ডেস্ক:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ২৩ ফেব্রুয়ারি রোববার হবিগঞ্জ আসছেন।
পুরাতন খোয়াই নদী উদ্ধার দ্রুত সম্পন্ন করার দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিলসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
বিকেল ৩টায় স্থানীয় আর.ডি হল প্রাঙ্গণে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খোয়াই রিভার ওয়াটারকিপার ও পুরাতন খোয়াই নদী উদ্ধার ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করেছে।
পুরাতন খোয়াই নদী উদ্ধার দ্রুত সম্পন্ন করে হবিগঞ্জের জলাবদ্ধতা সমস্যার সমাধানকল্পে একটি সুন্দর আধুনিক শহর গড়তে সর্বস্তরের জনগণকে নাগরিক সমাবেশে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে।