শাহেদ মুণশি :
মিথ্যের আবলুসে মিশে চাঁদের কিরণ
অপ্সরীর খোঁপা নৃত্যের তাল খুঁজে
ধেয়ে আসে মৃত্যু মৌনতার মিছিলে
গগণতলে খেলাচ্ছলে কত কি চলে
মুখর রাজপথ ঘুমিয়ে আছে
স্মরণের জানালায় প্রিয়মুখ উঁকি দেয়
মনের সাধ কালোমেঘে ঢেকে রেখেছে
সহস্র বর্ষা হারিয়ে যায়
ফাগুন হাওয়া লুকোচুরি খেলে
চেনামুখ ডুবে কুয়াশায়
মেট্রোরেলে গল্পেরা গুচ্ছস্বপ্ন আঁকে
মমচিত্তে তানপুরা ঘুড়িওড়া দিন লিখে
স্তবকে স্তবকে ভুলের সাথে টক্কর দেয়া
সুরভি ছড়িয়ে রাখে অন্যলোকের খেয়া
তেপান্তরের মাঠ হাতছানি দিয়ে ডাকে
সুনসান দুপুর কান্না জমিয়ে রাখে
জোসনার ঢংয়ে ইচ্ছের রং লুকোনো দায়
মাঝখানে ফেরারী বসন্ত ডানা ঝাপটায়
বারান্দায় ফুটোনো ফুল ঝরিবে… একদিন।