করোনা ভাইরাস সংক্রমণে ২৪ ঘণ্টায় ৯৫০ জনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে ইউরোপের দেশ স্পেনে। এর মধ্য দিয়ে ভাইরাস সংক্রমণে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইতালির পর স্পেনই প্রথম দেশ, যাদের ভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা ১০ হাজার পার হয়েছে। আজ (২ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদে জানানো হয়, ভাইরাস সংক্রমণে দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ১শ ২জন আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে স্পেনে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্য দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজার ২শ ৩৮জনে।
৩১ জানুয়ারি স্পেনে প্রথম করোনা ভাইরাস সংক্রমণের পর দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ হাজার ৭৭৩ জন।