শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ১০:০০ অপরাহ্ন


স্বল্পোন্নত দেশ থেকে ‘উন্নয়নশীল দেশে উত্তরণ’ : বিশ্বনাথে উদযাপনে নানা আয়োজন

স্বল্পোন্নত দেশ থেকে ‘উন্নয়নশীল দেশে উত্তরণ’ : বিশ্বনাথে উদযাপনে নানা আয়োজন


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ অনুষ্ঠান ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে সিলেটের বিশ্বনাথে উদযাপন হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি, তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।

বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের পদমর্যদায় পৌঁছানোর দোড় গোড়ায় রয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার স্থানে নিয়ে গেছেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্বনাথ পল্লীবিদ্যুতের ডিজিএম সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের মুয়াজ্জিন নাঈম আহমদ, গীতা পাঠ করেন জানাইয়া প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক অর্পিতা চক্রবর্তি। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin