শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন


স্বাধীনতা দিবসে বিশ্বনাথে সাম্যবাদী সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা

স্বাধীনতা দিবসে বিশ্বনাথে সাম্যবাদী সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা


শেয়ার বোতাম এখানে

বিশ্বনাথ প্রতিনিধি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ সাম্যবাদী সাহিত্য পরিষদ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ আলোচনা সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সাম্যবাদী সাহিত্য পরিষদ উপজেলা শাখার সভাপতি আবদুল হান্নান ইউজেটিক্স’র সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এএইচএম ফিরোজ আলী।

অনুষ্ঠানে আলোচনা ও কবিতাপাঠে অংশ নেন প্রবীণ আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহ-সভাপতি কবির আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. সিতার মিয়া, সাম্যবাদী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শামিম হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাবেক সাধারণ সম্পাদক রোহেল উদ্দিন, সদস্য বদরুল ইসলাম মহসিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সদস্য শফিক রুহিন, প্রবাসী সাইদুল ইসলাম, সংগঠক শাহিদুর রহমান (বাচ্চু), আব্দুল্লাহ প্রমূখ।


শেয়ার বোতাম এখানে





LoveYouZannath
© All rights reserved © 2020 Shubhoprotidin