অনলাইন ডেস্ক
স্বামীর সঙ্গে ঝগড়ার একপর্যায়ে দুই সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। দুই ছেলের মুখে কাপড় গুঁজে এবং বোতল দিয়ে মাথা থেঁতলে হত্যা করা হয়েছে।
গতকাল শনিবার ভারতের তেলঙ্গানার সিদ্দিপেটে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ছয় বছর আগে প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর সরোজাকে বিয়ে করেন সিদ্দিপেটের গণেশ নগরের চিন্তালা ভাস্কর। তাদের দুই সন্তান রয়েছে। একজন পাঁচ বছরের, আরেকজন আড়াই বছরের। ভাস্কর পেশায় একজন গাড়িচালক।
প্রতিবেশীদের দাবি, বিয়ের পর থেকেই সরোজা ও ভাস্করের মধ্যে নানা বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকত। গতকালও দুজনের মধ্যে ঝামেলা হয়।
সরোজা পুলিশকে জানান, গতকাল তাদের অশান্তি চরমে ওঠে। ফলে মাথা ঠিক রাখতে পারেননি। দুই সন্তানকে মেরে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন। সরোজা যখন তার দুই ছেলেকে খুন করেন, তখন ঘরে ছিলেন না ভাস্কর। দুই ছেলেকে খুন করলেও আত্মহত্যার সাহস পাননি তিনি। তাই থানায় গিয়ে গোটা ঘটনাটি জানিয়ে আত্মসমর্পণ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।