কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ৭টি মামলায় ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জুলাই) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলার টুকেরবাজার ও ভোলাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধ ও লকডাউন বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।