শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গল শেষ প্রান্ত বাহুবল উপজেলার রশিদপুর ৫নং গ্যাস ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জমুখী একটি লোকাল বাস এবং বাহুবলের ফয়জাবাদ থেকে লেবুবাহী একটি জীপ শ্রীমঙ্গল আসার পথে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। এতে জীপ ড্রাইভার সঞ্জিদ দাস (৩০) ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত আরো ৮ জনকে শ্রীমঙ্গল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে শ্রীমঙ্গলে মহেষ (৪৫) নামে একজন মারা যায়।
আহতদের মধ্যে ২ বছরের এক শিশুসহ ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানান শ্রীমঙ্গল স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী। বাস ড্রাইভার পলাতক রয়েছে।